ভারত সফরে সিরিজের প্রথম টেস্টে বড় হার দেখল ওয়েস্ট ইন্ডিজ। শুভমন গিলের দলের কাছে এক ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে হেরেছে ক্যারিবীয় দলটি। দুই ইনিংসে মোহাম্মদ সিরাজের বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেননি উইন্ডিজ ব্যাটাররা। তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ জমায় ভারত। রবীন্দ্র জাদেজা-সিরাজদের বোলিং তোপে পরে তিন দিনেই ম্যাচ নিজেদের করেছে গিল বাহিনী। আহমেদাবাদে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোস্টন চেজ। প্রথম ইনিংসে দুই সেশন খেলে ১৬২ রানে অলআউট হয় উইন্ডিজ। জবাবে দেড়দিন ব্যাট করে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংস ৪৪৮ রানে নিয়ে ছাড়ে ভারত। প্রথম ইনিংসে তারা এগিয়ে ছিল ২৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে ১৪৬ রানে সব উইকেট হারায় ক্যারিবীয় দল। প্রথমদিন ব্যাটিংয়ে নেমে সিরাজ ও বুমরাহর তোপের মুখে শুরুটা ভালো হয়নি ক্যারিবীয়দের। ব্যাটিংয়ে ব্যর্থতায় ৯০ রানে...