শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা চারদিনের সরকারি ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরতে চলেছে রাজধানী ঢাকা। আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে খুলছে দেশের সব সরকারি অফিস-আদালত।তাই যার যার কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই পরিবার-পরিজনের সঙ্গে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় দেখা গেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা প্রায় সব ট্রেনই যাত্রী ছিলে পরিপূর্ণ। কিছু ট্রেন ঘণ্টাখানেক দেরিতে পৌঁছালেও বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই এসেছে কমলাপুরে। কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফেরা যাত্রী মশিউর রহমান বলেন, গ্রামে গেলে যানজটের রাজধানীতে ফিরতে ইচ্ছে করে না। কিন্তু পেটের দায়ে আসতে হয়। তবে ট্রেনের জার্নিটা ছিলে স্বস্তিদায়ক। সঠিক সময়ে ঢাকা পৌঁছেছি। ছিল না কোনো গাদাগাদি। জামালপুর এক্সপ্রেসের যাত্রী মো. সোহেল রানা বলেন, জামালপুর ময়মনসিংহের ট্রেনে অসময়েও ভিড় থাকে।...