ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রীপরীমণিঅভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পারিবারিক জীবনের নানা গল্প, ভালো লাগা ও আবেগ খোলামেলাভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন। সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় একটিপডকাস্টে প্রায় ১০০ মিনিটের দীর্ঘ কথোপকথনেপরীমণি এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনো প্রকাশ করেননি। “এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি। যেটা আগে করতাম না।” অভিনেত্রীর ভাষায়, এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাঁর সন্তান। এর আগেও তিনি জানিয়েছিলেন, মা হওয়ার পর তাঁর জীবন ও সিদ্ধান্তে এসেছে বড় রকমের পরিবর্a “এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না; কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে।” “আমি এখন পুণ্য...