রাতের অন্ধকার ভেদ করে আমরা রওয়ানা দিয়েছিলাম সুনামগঞ্জের তাহিরপুরের পথে। শহরের আলো আর কোলাহল দূরে ফেলে, পথে চলতে চলতে শুধু মনে হচ্ছিল—প্রকৃতির এক অদৃশ্য আমন্ত্রণ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এই ভ্রমণে ছিলাম একটি ছোট টিমের সঙ্গে। সবাই একে অপরকে খুব ভালোভাবে চিনি না, অথচ রাতের যাত্রা শুরু হতেই যেন অপরিচিতর বদ্ধমূলতা দূরে সরে গেল। অপরিচিত হলেও আমরা সহজেই একে অপরের সঙ্গে পরিচিত হয়ে গেলাম, গল্প করতে করতে, হাসি-মজা ভাগাভাগি করতে করতে এক নতুন বন্ধুত্বের সূচনা হলো। ভোরের দিকে পৌঁছালে দেখা মিললো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির। মৃদু বর্ষণে ভিজে থাকা পথ আর পাহাড়ের ছায়া যেন স্বাগত জানাচ্ছিল আমাদের। বৃষ্টির সঙ্গে মাটির গন্ধ মিশে মনকে শান্তি দিচ্ছিল আর মনে হচ্ছিল, এক নতুন দিন প্রকৃতির কাছে যেন ভিন্ন রকম উপহার নিয়ে এসেছে। হালকা...