দুবাইয়ে অনুষ্ঠিত ভারত–পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের এক সপ্তাহ পার হলেও ট্রফি বিতর্ক এখনো ঠান্ডা হয়নি। ভারতীয় দলের হাতে ট্রফি তুলতে অস্বীকৃতির ঘটনায় এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ঘিরে বিতর্ক যতই বাড়ছে, পাকিস্তানে ততই তিনি প্রশংসিত হচ্ছেন। সাম্প্রতিক ঘোষণায় জানা গেছে, নাকভিকে দেওয়া হবে ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’। পাকিস্তানের সিন্ধু ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল জানিয়েছেন, এই সম্মাননা দেওয়া হচ্ছে তাঁর ‘নৈতিক ও সাহসী অবস্থান’-এর স্বীকৃতি হিসেবে। জামালের ভাষায়, “এটা শুধু ক্রিকেট নয়; এটি মর্যাদা, সার্বভৌমত্ব এবং চাপের কাছে মাথা না নোয়ানোর প্রতীক। ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্কের টানাপোড়েনের সময়ে নাকভির দৃঢ় অবস্থান পাকিস্তানিদের মাথা উঁচু করেছে।” করাচিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই গোল্ড মেডেল প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি...