জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা আরমান হোসেন বিজয় (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে। নিহত বিজয় একই উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের শাহীন চৌধুরীর ছেলে। অন্যদিকে, মোবাইলফোন নিয়ে দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত প্রতিপক্ষের হামলায় রাজাপুর গ্রামের আব্দুর রহমান শুক্কুর (৩৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত শুক্কুর দুর্গাপুর ইউনিয়নের মৃত আব্দুল মান্নানের ছেলে। এলাকাবাসী জানায়, মোবাইলফোন চুরির একটি ঘটনা নিয়ে সালিশ বৈঠকের পর শুক্কুরকে নিজ বাড়ির...