ঢাকা: আসন্ন পবিত্র রমজান কবে শুরু হবে, সে বিষয়ে প্রাথমিক তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী রমজান শুরু হতে এখনও প্রায় ১৩৯ দিন বাকি বলে জানান হয়। খবর গালফ নিউজ।সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের শুরুর নির্ভরতা থাকবে নতুন চাঁদ দেখার ওপর। তার ব্যাখ্যা অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আবুধাবি সময় বিকেল ৪টা ১ মিনিটে নতুন চাঁদের আবির্ভাব ঘটবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই সেই চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে তা দেখা সম্ভব হবে না।এই পরিস্থিতিতে আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটির ঘোষণার পর ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজানের প্রথম দিন নির্ধারিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।আল জারওয়ান বলেন, আবুধাবিতে রমজানের শুরুতে...