দীর্ঘদিন দেশ ছেড়ে পালিয়ে থাকার পর দেশে ফিরে আটক হয়েছেন হালট্রিপ কেলেঙ্কারির হোতা মোহাম্মদ তাজবীর হাসান। তিনি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে বিশেষ একটি সংস্থা। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দরের থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক তাজবীরকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে, হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক জুলকার নাইন সায়ের সামি। দুপুর ১২টায় দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘দেশের নিরাপত্তা সংস্থাগুলোর কার্যক্ষমতা নিয়ে আমরা প্রায়ই নেতিবাচক ধারণা পোষণ করি। তবে, সম্ভবত সময় এসেছে তাঁদের তৎপরতার কিছুটা হলেও প্রশংসা করার। আজ ৪ অক্টোবর...