দীর্ঘ ৮ বছর ধরে তাঁদের প্রেমের গুঞ্জন। কিন্তু সম্পর্কের কথা মুখ ফুটে কখনও স্বীকার করেননি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার কেউই। এবার গোপনেই বাগদান সেরে ফেললেন এই তারকা যুগল। কাকপক্ষীতেও টের পেতে দেননি! ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, আংটিবদল করে ইতিমধ্যেই বিয়ের দিনক্ষণও পাকা করে ফেলেছেন তাঁরা। একাধিক ভারতীয় গণমাধ্যমে খবর, ২০২৬ সালের ফ্রেব্রুয়ারিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাকে ঘুরবেন রাশমিকা-বিজয়। ভালোবাসার মাসের আবহেই বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। যদিও বিয়ের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। এমনকি বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয়-রাশমিকা, সেটাও স্পষ্ট। এদিকে, বিজয়-রাশমিকার বাগদান সম্পন্নের খবর শুনেই উল্লাসে ফেটে পড়েছেন এই দুই তারকার অনুরাগীরা। সামাজিকমাধ্যমে শুভেচ্ছার জোয়ার। কিন্তু মুখে এখনও কুলুপ এঁটে রয়েছেন তারকা...