‘তদন্ত না করে একজন রাজনৈতিক নেতা ও মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা নেওয়ার’ অভিযোগ তুলে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা-১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মো. নজরুল ইসলাম। তিনি পুলিশকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে সোজা পথে চলতে বলেন।শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামীর ঢাকার নবাবগঞ্জ শাখার সেক্রেটারি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে এক পথসভায় নজরুল ইসলাম এ কথা বলেন।পথসভায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এই সাধারণ সম্পাদক বলেন, ‘এ ঘটনায় আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, তাদের ভেরি ক্লিয়ারলি বলেছি, কোনো রাজনৈতিক হীন উদ্দেশ্যে যদি অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত ছাড়াই যদি আপনারা তা গ্রহণ করেন, তার কনসিকোয়েন্স (ফলাফল) কিন্তু ভালো হবে না। আমরা প্রশাসনকে বলেছিলাম, কোনো অন্যায়ের কাছে আপনারা মাথা নত করবেন না। যদি সেটা করেন, আমরা কিন্তু তা...