০৪ অক্টোবর ২০২৫, ০২:১৪ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০২:১৪ পিএম মাদারীপুরের ক্রাইম জোন হিসেবে পরিচিত ঘটকচরে এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়ার মিথ্যা অপবাদে গরম খুন্তি দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ঘটকচর এলাকার মফিজ সরদারের ছেলে সোহাগ সরদার তার ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রীকে কৌশলে গেস্টরুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং সেই ঘটনা সিসিটিভি ও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করতে থাকেন। পরবর্তীতে ভিডিও দেখিয়ে একাধিকবার ভয়ভীতি ও নির্যাতনের শিকার হতে হয় ওই নারীকে। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর দুপুরে সোহাগের ছোট ভাই জসিম সরদার ওই নারীকে পরকীয়ার অপবাদে নির্যাতন শুরু করেন। এসময় সোহাগ সরদারের পক্ষ নিয়ে স্থানীয় সাজিদ হাওলাদার, মিম বেগম, লামিয়া,...