০৪ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পিএম দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটির দাবি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে, তবে ক্লাস বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নয় দিন বন্ধ ছিল। বন্ধ শেষে ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা। তবে শিক্ষার্থীদের দাবি ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবিতেও ছুটির সময়সীমা বাড়ানো হোক। এখনো যেহেতু পূজা শেষ হয়নি লক্ষ্মীপূজা রয়েছে। চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুর হাসান শাহরিয়ার জানান, "যেহেতু ৬ অক্টোবর (সোমবার) লক্ষ্মীপূজা রয়েছে প্রশাসনকে অনুরোধ করি, তাদের সাথে...