চাঁদার টাকা না দেওয়ায় যশোরের অভয়নগরে একই সময়ে ২ ব্যবসাপ্রতিষ্ঠানে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্যরা। শুক্রবার (৩ অক্টোবর) রাতে আটক ৩ জনের স্বীকারোক্তিতে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে জানান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম। আটক তিনজন হলেন, উপজেলার চলিশিয়া গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে ইসরাফিল হোসেন (৩১), বুইকারা গ্রামের মৃত করিম হাওলাদারের ছেলে মুজিবর রহমান হাওলাদার (৬০) ও রাজঘাট এলাকার মৃত তরিকুল শেখের ছেলে হাসান শেখ (২৫)। পুলিশ জানায়, প্রায় তিন মাস আগে মেসার্স বিশ্বাস ট্রেডিংয়ের মালিক জিয়াউর রহমান বিশ্বাসের কাছে নিষিদ্ধ চরমপন্থী দলের নেতা সজল আহম্মেদ পরিচয়ে মোবাইল ফোনে একটি কল আসে। এসময় জিয়াউরের কাছে সংগঠনের জন্য ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন সজল আহম্মেদ। দাবিকৃত টাকা না পাওয়ায় আটক ইসরাফিল হোসেনকে এক হাজার...