গাজায় চলমান গণহত্যা ঠেকাতে বিশ্ব নেতাদের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিশ্ব নাগরিকেরা নিজেদের উদ্যোগে শুরু করেছেন এক নজিরবিহীন পদক্ষেপ-‘থাউজ্যান্ড ম্যাডলিনস’। প্রতীকী হলেও এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সমুদ্রযাত্রা বহর, যেখানে অসংখ্য নৌযান একসঙ্গে গাজামুখী হয়েছে অবরোধ ভাঙার লক্ষ্যে। সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’ ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইতালির ওত্রান্তো থেকে যাত্রা শুরু করে। বাংলাদেশের প্রখ্যাত ফটো সাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম এই বোটে রয়েছেন। ২ অক্টোবরের মধ্যেই ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ আটক করে। একটি জাহাজ প্রাথমিকভাবে আটক এড়াতে পারলেও পরে সেটিও ইসরায়েলের দখলে যায়। ‘কনসায়েন্স’ ছাড়াও আরও আটটি নৌকা এবং ফ্লোটিং ফ্রিডম কোয়ালিশনের দুটি জাহাজ বর্তমানে গাজা অভিমুখে রয়েছে। তবে তাদের অবস্থার সর্বশেষ খবর নিশ্চিত হওয়া যায়নি। দ্রুতগামী হওয়ায় কনসায়েন্স মাঝসমুদ্রে তাদের সঙ্গে মিলিত হয় এবং পরে...