ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পর তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেন। আদালতের মাধ্যমে তাদের ১৬৪ ধারা জবানবন্দি নেওয়া হবে। খোঁজ নিয়ে জানা গেছে, ধর্ষিত ওই ভুক্তভোগী গৃহবধূ একজন প্রতিবন্ধী। তার দৃষ্টিতে সমস্যা। ঘটনার দিন ২ অক্টোবর ধর্ষণকারী ওই তিন কিশোরের কুনজর পড়ে গৃহবধূর উপর। এরপর ওই তিন কিশোর বলে- তোমার ছাগল চুরি করে নিয়ে গেছে। তোমার ছাগল পেতে হলে আমাদের সাথে যেতে হবে। পরে স্থানীয় লিচু মিয়ার পুকুর পাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে তিন কিশোর। এ সময় ভুক্তভোগীকে বিষয়টি না বলার জন্য ভয় দেখানো হয়। ঘটনার একদিন পর (৩ অক্টোবর) ভুক্তভোগী ওই নারী ঘটনাটি তার মায়ের কাছে জানায়। পরে তার মা নাসিরনগর থানায়...