আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে চাকরিচ্যুত কর্মকর্তাদের স্বপদে বহাল করা, আন্দোলনে সম্পৃক্তদের শাস্তিমূলক বদলি বন্ধ করা, বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা, এবং চট্টগ্রামের কর্মকর্তাদের ওপর ‘মানসিক ও শারীরিক নির্যাতনের’ সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া। শুক্রবারের সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের কর্মকর্তা এসএম এমদাদ হোছাইন অভিযোগ করেন, “আমরা চট্টগ্রামের বাসিন্দা হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছি। ইতোমধ্যে ৩০০ জনের বেশি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে, আর ৫ হাজার ২০০ জনকে ওএসডি করা হয়েছে বা শাস্তিমূলক বদলি দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, “ব্যাংক কর্তৃপক্ষ আমাদের ইউজার আইডি, স্টাফ অ্যাকাউন্ট ও বেতন অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। ফলে বেতন পাওয়ার পরও কেউ টাকা তুলতে পারছেন না।” প্রসঙ্গত, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সময়ে ইসলামী ব্যাংকে মৌখিক নির্দেশে হাজারো নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ব্যাংকের বিশেষ যোগ্যতা মূল্যায়ন...