ভয়াবহ পানি সংকট, অতিরিক্ত জনসংখ্যার চাপ ও ভূমিধসের ঝুঁকির কারণে রাজধানী তেহরান থেকে প্রশাসনিক কেন্দ্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার ভাষায়, এটি আর কোনো বিকল্প নয়, বরং জাতীয় বাধ্যবাধকতা। বৃহস্পতিবার (২ অক্টোবর) হরমোজগান প্রদেশ সফরে গিয়ে তিনি বলেন, “তেহরান, কারাজ ও কাজভিনসহ আশপাশের অঞ্চলে পানি সংকট চরম আকার ধারণ করেছে। সমস্যাটি এক দশকেরও বেশি সময় ধরে চললেও কার্যকর সমাধান পাওয়া যায়নি।” তিনি আরও জানান, রাজধানী স্থানান্তরের প্রস্তাব ইতোমধ্যেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে তোলা হয়েছিল। তেহরানের পানি সংকট ভয়াবহ পর্যায়েগার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ১ কোটির বেশি মানুষ তেহরানে বসবাস করে, আর শহরটি একাই ইরানের মোট পানির এক-চতুর্থাংশ ব্যবহার করে। রাজধানীর পানি সরবরাহের ৭০ শতাংশ আসে বাঁধ থেকে এবং ৩০ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে।...