ঢাকা:“মাজার হলো মিলন মেলা। গণতন্ত্রের আরেক নামও মিলন মেলা।যদি মিলনই না হয়, তবে গণতন্ত্র কিভাবে সম্ভব”—এ মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বর শাহ আলীর মাজারে শতবর্ষী বটগাছ কাটা এবং সারাদেশে মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আহত গাছের গোড়ায় অনুষ্ঠিত হয়। ফরহাদ মজহার বলেন, “আমরা যারা মাজারের ভক্ত, আসিক, তারা জানি—এখানে বরকত আছে, আল্লাহর রহমত নেমে আসে। আজ যে গাছ কাটা হয়েছে, এটা শুধু একটি গাছ নয়—এটা ছিল পাখি, প্রাণী, সাধক-পাগলদের আশ্রয়। এর সঙ্গে জড়িয়ে আছে মাজারের ইতিহাস, স্মৃতি, ভক্তি ও সাধনার ধারা। ” তিনি আরও বলেন, “এই গাছ কেটে আপনারা ফৌজদারি অপরাধ করেছেন। এর বিচার হবে। সরকারের তিনজন উপদেষ্টা এখানে এসে বক্তব্য...