বলিউডের নব্বইয়ের দশক মানেই ছিল গ্ল্যামার, রোম্যান্স আর তারকাদের জৌলুসে ভরা এক যুগ। সেই সময়ের দুই জনপ্রিয় তারকা অক্ষয় কুমার (Akshay Kumar) ও মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene)-এর নাম আজও সিনেমাপ্রেমীদের মনে অম্লান। তবে খুব কম মানুষই জানেন—অক্ষয়ের সঙ্গে কাজ করতে গিয়ে মাধুরী এক মজাদার ঘটনার সম্মুখীন হয়েছিলেন, যা আজও বলিউডের আড্ডায় রসালো গল্প হিসেবে ঘুরে বেড়ায়। মাধুরী দীক্ষিত এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অক্ষয় কুমার ছিলেন যথেষ্ট প্রাণবন্ত ও রসিক মানুষ। শুটিং সেটে তিনি সব সময় হাসি-ঠাট্টা করে পরিবেশকে প্রাণবন্ত রাখতেন। কিন্তু ‘আরজু’ সিনেমার শুটিং চলাকালে মাধুরীর সঙ্গে ঘটে এক মজার ঘটনা—অক্ষয় নাকি তাঁর ঘড়ি “চুরি” করে ফেলেছিলেন! অবশ্যই মজা করার ছলেই তিনি এমনটা করেছিলেন। মাধুরীর ভাষায়, “অক্ষয় এমনভাবে ঘড়ি চুরি করতেন যে কেউ বুঝতেই পারত না, কখন বা কীভাবে সেটা...