বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীতা প্রত্যাহার বা দাঁড়ানোর ঘোষণা। শুক্রবার মধ্যরাতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। নির্বাচনে কারচুপির শঙ্কায় এবার সরে দাঁড়ালেন আরেক প্রার্থী হাসিবুল আলম। রাজশাহী বিভাগ থেকে পরিচালক পদের লড়াইয়ে ছিলেন তিনি। তবে শনিবার সকালে বিসিবিতে এসে নির্বাচন বর্জনের কথা জানান রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এই কাউন্সিলর। আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহারের সুযোগ অবশ্য গত বুধবারই পেরিয়ে গেছে। ব্যালট পেপারে তাই হাসিবুলের নাম থাকবেই। তবে তার অংশগ্রহণ আর থাকছে না। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাসিবুল জানান, তিনি মূলত আজ বিসিবি ভবনে এসেছিলেন জানতে, রাজশাহীর বিভাগীয় কোটায় কতজন কাউন্সিলর ই-ভোটে ভোট দেবেন। কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি। তার অভিযোগ, শুরু থেকেই তাকে ভোটারদের কাছ থেকে দূরে...