আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করা ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম। বল হাতে এক উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ে নজর কেড়েছেন তিনি, রান তাড়ার চাপের মুহূর্তে ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করেছেন দুই বাউন্ডারির মাধ্যমে অপরাজিত থাকার মাধ্যমে। তবে এই পারফরম্যান্সের সেরা মুহূর্ত হলো তার মানবিক উদ্যোগ।ম্যাচসেরার পুরস্কার হিসেবে জেতা অর্থ এবার তিনি দান করবেন নিজের জন্মস্থান পঞ্চগড়ের অসহায় মানুষদের। সামাজিক মাধ্যমে এক ঘোষণায় শরিফুল জানিয়েছেন, আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচে যতবারই তিনি ম্যাচসেরার পুরস্কার জিতবেন, প্রতিবারই সেই অর্থ তিনি এলাকার গরিব ও অসহায় মানুষের সহায়তায় বিতরণ করবেন। তিনি লিখেছেন, ‘দোয়া করবেন যেন আল্লাহ আমাকে নিয়মিতভাবে এই কাজ করার তৌফিক দেন।’সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের উইকেট নেন শরিফুল। এরপর বাংলাদেশের...