ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের নতুন এইচ১বি ভিসা পরিকল্পনাকে চ্যালেঞ্জ করে সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতে মামলায় দায়ের করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের চালু করা ১ লাখ ডলার ভিসা ফি স্থগিতের দাবিতে শুক্রবার বিভিন্ন পেশার একদল কর্মী এই মামলাটি দায়ের করেন। খবর এএফপি’র।এই জোটটি যুক্তি দিয়ে বলেছে, ‘স্বাস্থ্যসেবা কর্মী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ধর্মীয় সংগঠনসহ বিভিন্ন পেশার প্রতিনিধিত্বকারী নতুন ভিসা ফি অবৈধ এবং যুক্তরাষ্ট্রে উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পথকে বাধাগ্রস্ত করবে।’জোটটি এক বিবৃতিতে বলেছে, ‘নতুন ভিসা ফি স্থগিত না হলে, হাসপাতালগুলো চিকিৎসা কর্মী হারাবে, গির্জাগুলো ধর্মযাজক হারাবে, শ্রেণিকক্ষগুলো শিক্ষক হারাবে এবং দেশের বিভিন্ন শিল্প খাত গুরুত্বপূর্ণ উদ্ভাবক হারানোর ঝুঁকিতে পড়বে।’বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই মামলায় আদালতের কাছে অবিলম্বে আদেশটি স্থগিত করার এবং নিয়োগকর্তা ও কর্মীদের জন্য একটি স্থিতিশীল...