শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে টানা ৬দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। এতে করে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। তবে ছুটির আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরো দু’একদিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ বোঝাই একটি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের মাঝে আমদানি রপ্তানি বানিজ্য শুরু হয়। এদিকে দুর্গাপুজার কারনে বন্দর দিয়ে ৬দিন আমদানি রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটি ব্যাতিত কাস্টমস ও বন্দরের ভেতরের কার্যক্রম চালুসহ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে কতৃপক্ষ। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক নাজমুল হক বলেন, শারদীয় দুর্গাপুজা উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে শুরু করে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ৬দিন হিলি...