অ্যানথ্রাক্স কী?অ্যানথ্রাক্স হলো ব্যাসিলাস অ্যাথ্রাসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত একটি রোগ। মাটির নিচে বহু বছর সুপ্ত অবস্থায় এই জীবাণু বেঁচে থাকতে পারে। বর্ষাকালে গরু, ছাগল, মহিষ বা ভেড়া ঘাস খাওয়ার সময় সংক্রমিত হলে দ্রুত অসুস্থ হয়ে পড়ে। কীভাবে ছড়ায় এই রোগ?আক্রান্ত গবাদিপশুর রক্ত, মাংস, লালা বা অঙ্গপ্রত্যঙ্গের সংস্পর্শে এলে মানুষ সংক্রমিত হতে পারে। এজন্য একে জুনোটিক ডিজিজ বলা হয়। তবে এই রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না। ত্বকে ক্ষত থাকলে সেখান দিয়েও জীবাণু প্রবেশ করতে পারে। এর প্রধান লক্ষণ চামড়ায় ঘা সৃষ্টি হওয়া। মাংস খাওয়ার মাধ্যমে সংক্রমণ:বমি, রক্তবমি, পেটব্যথা, জ্বর, ক্ষুধামান্দ্য, রক্তমিশ্রিত পাতলা পায়খানা। নিশ্বাসের মাধ্যমে সংক্রমণ:গলাব্যথা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, রক্তসহ কফ, মাথাব্যথা, জ্বর, রক্তচাপ হ্রাস। ত্বকের মাধ্যমে সংক্রমণ:পোকার কামড়ের মতো ফোলা ক্ষত, চুলকানি, ক্ষতের মাঝখান কালো হয়ে যাওয়া। হাতে...