মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রচেষ্টা শুক্রবার (৩ অক্টোবর) দ্বিতীয়বারের মতো আদালতে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। বোস্টনভিত্তিক ফার্স্ট সার্কিট কোর্ট অব আপিলস এই রায়ে ট্রাম্পের অভিবাসন নীতির মূল অংশে বড় আঘাত হেনেছে। এখন এই বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি সম্ভবত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে হবে। সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তিন বিচারপতির এই বেঞ্চটি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্য ও অভিবাসী অধিকারকর্মীদের পক্ষে দেওয়া পূর্ববর্তী আদালতের নিষেধাজ্ঞা বহাল রাখে। এই নিষেধাজ্ঞার ফলে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশটি সারা দেশে কার্যকর হতে পারেনি। ট্রাম্পের এই আদেশটি ২০২৫ সালের ২০ জানুয়ারি, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ফেরার প্রথম দিন জারি করা হয়। এতে বলা হয়, অন্তত একজন মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) পিতা-মাতা না থাকলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের...