প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানুষের কাজকে আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত করে তুলেছে। অফিসের কাজ হোক বা পড়াশোনা, কনটেন্ট তৈরি থেকে শুরু করে ডিজাইন—সবখানেই এখন AI টুলসের ব্যবহার বাড়ছে। সময় বাঁচিয়ে দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে এমন ৭টি জনপ্রিয় AI টুলস নিচে তুলে ধরা হলো: 1️⃣ChatGPT– লেখালেখি, ইমেইল, কনটেন্ট আইডিয়া তৈরি সব এক ক্লিকেই পাওয়া যায়।2️⃣Grammarly– ইংরেজি লেখার ভুল ঠিক করে প্রফেশনালভাবে উপস্থাপন করে।3️⃣Jasper AI– মার্কেটিং কপি বা ব্লগ দ্রুত লেখার জন্য অন্যতম সেরা টুল।4️⃣Canva AI– পোস্টার, প্রেজেন্টেশন, থাম্বনেইলসহ নানা ডিজাইন তৈরি করা যায় মিনিটের মধ্যে।5️⃣Scribe– যেকোনো প্রসেসকে স্বয়ংক্রিয়ভাবে ডকুমেন্টেশনে রূপান্তর করে।6️⃣Otter.ai–...