নারায়ণগঞ্জের সোনারগায়ের লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সরকারিভাবে নির্মিত জনগণের পানি খাওয়ার পানি সাপ্লাইয়ের ভবনে দুর্ধস্ব চুরির ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পরে কয়েকশত পরিবার। সাপ্লাইয়ের দায়িত্বে থাকা ম্যানেজার আয়নাল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা চোর উল্লেখ করে শনিবার সকালে সোনারগাও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, রাতে জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে রাতের আধারে প্রায় ১ লক্ষ টাকার বৈদ্যুতিক তার ও রুমের টেবিলের ড্রয়েরে থাকা ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ এক চোর চক্র। এলাকাবাসী জানায়, এলাকার প্রায় সকলেই এ সাপ্লাই থেকে পাইপ দিয়ে পানি নিয়ে সাংসারিক কাজ করে আসছে। বর্তমানে চুরি হওয়ার পর কমপক্ষে ১০ হাজার মানুষ পানি ছাড়া মানবেতার ভাবে দিন পার করছেন। তিনি জানান, রাত হলেই...