অপরাজিত সেঞ্চুরি উপহার দেওয়া রাভিন্দ্রা জাদেজা বল হাতেও ছড়ালেন আলো। প্রথম ইনিংসে উইকেট না পাওয়া বাঁহাতি স্পিনার এবার ধরলেন চার শিকার। দুর্দান্ত বোলিংয়ে মোহাম্মেদ সিরাজ জ্বলে উঠলেন আবার। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিন ইনিংস ও ১৪০ রানের জয় তুলে নিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি তাদের পঞ্চম বড় জয়। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ১৬২ রানে গুটিয়ে দেয় ভারত। পরে ৫ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে শুবমান গিলের দল। শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ টিকতে পারেনি দুই সেশনও। এবার তারা গুটিয়ে যায় ১৪৬ রানে। ভারতের মাটিতে এই নিয়ে সবশেষ পাঁচ টেস্টই ইনিংস ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ। এই পাঁচ টেস্টের একটিও তিন দিন পার হয়নি। সাদা পোশাকে ক্যারিবিয়ানরা ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দি অনেকদিন...