ওমরাহ মুসলিমদের জন্য এক পবিত্র সফর। তবে এতদিন ভিসা, হোটেল বুকিং আর পরিবহন ব্যবস্থাপনায় নানা জটিলতা ছিল, যার কারণে ভ্রমণকারীরা এজেন্টের ওপর নির্ভর করতে বাধ্য হতেন। এবার সেই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে সৌদি আরব বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নিয়মে ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল বুকিং, পরিবহন ব্যবস্থা—সব কিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ১.ভিসার সময় হোটেল বুকিং বাধ্যতামূলক— নুসুক বা মাসার সিস্টেমে অনুমোদিত হোটেল আগে থেকেই বুক করতে হবে।২.আত্মীয়ের বাসায় থাকার শর্ত— হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে সংযুক্ত থাকতে হবে।৩.পর্যটক ভিসায় ওমরাহ নিষিদ্ধ— পর্যটক ভিসাধারীদের মদিনার রিয়াজুল জান্নাত প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে।৪.ওমরাহ ভিসা বাধ্যতামূলক— নুসুক প্ল্যাটফর্মে আবেদন করে আলাদা ওমরাহ ভিসা নিতে হবে।৫.কঠোর ভ্রমণসূচি নিয়ম— ভিসার সঙ্গে সফরসূচি জমা দিতে হবে, পরিবর্তন বা স্থগিতের সুযোগ...