কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অনেকের জীবিকা ঝুঁকিতে ফেলে দিচ্ছে। এ রকম কথা প্রায়ই শোনা যাচ্ছে ইদানীং। সেই পেশাজীবীদের তালিকায় কি এবার জায়গা করে নিতে যাচ্ছেন অভিনয়শিল্পীরাও? কারণ এরই মধ্যে এআই দিয়ে বানানো অভিনেত্রীকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে হলিউড! তাই আতঙ্ক ছড়িয়েছে হলিউডেই। সে রকম এক অভিনেত্রী টিলি নরউড। তাকে নিয়ে আলোচনা, সমালোচনা, নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে হলিউডের অভিনয়শিল্পীদের ভেতরে। কেউ কেউ রীতিমতো প্রতিক্রিয়াও জানিয়েছেন। হলিউডের সংগঠন স্যাগ-আফট্রা ও তারকা অভিনেত্রী এমিলি ব্লান্ট, নাতাশা লিয়ন, হুপ গোল্ডবার্গসহ অনেকেই এই এআই অভিনয়শিল্পীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। যদিও সবার জানাই ছিল, একদিন এআই রাজত্ব করবে। কিন্তু সূচনা করলো কে? নেদারল্যান্ডসের নির্মাতা এলিন ভ্যান ডের ভেলডেন বানিয়েছেন টিলি নরউডকে। সে দেখতে একেবারে উদীয়মান তরুণ অভিনেত্রীর মতো। তার আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেখানে আছে নানান...