নির্বাচন বানচাল করতে যে শক্তি কাজ করছে, জামায়াতে ইসলামি সেই পক্ষেই কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। যারা চায় তারা মূলত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। পিআরসহ বিভিন্ন দাবিতে জামায়াত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা। তবে জনগণই সিদ্ধান্ত নেবে, তারা কাদের ইশতেহার গ্রহণ...