তিন দিনের কম সময়ে ফলাফল চলে এলো আহমেদাবাদ টেস্টে। ভারতের সামনে দাঁড়াতেই পারেনি পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংস মিলিয়েও তারা ভারতের ৪৪৮ রানের ধারেকাছে যেতে পারেনি। হেরেছে এক ইনিংস এবং ১৪০ রানের বড় ব্যবধানে। অল-রাউন্ড পারফর্মেন্স করে ম্যাচসেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৬২ রানে অল-আউট হয়ে গিয়েছিল। সর্বোচ্চ ৩২ রান করেছিলেন জাস্টিন গ্রেভস। ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ৪টি এবং জসপ্রিত বুমরা ৩ উইকেট নেন। জবাবে ভারত ৫ উইকেটে ৪৪৮ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে। একে একে সেঞ্চুরি হাঁকান লোকেশ রাহুল (১০০), ধ্রুব জুরেল (১২৫) এবং রবীন্দ্র জাদেজা (১০৪*)। এছাড়া অধিনায়ক শুবমান গিল করেন ৫০ রান। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতাই সঙ্গী হয় ক্যারিবিয়ানদের। এবার আরও কম...