তুরাগ নদে বিজয়া দশমীতে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় পাঁচ কিলোমিটার দূরে ভেসে উঠেছে। আজ শনিবার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেছেন। এর আগে গতকাল শুক্রবার সকালে আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এলাকার প্রায় সব প্রতিমা তুরাগ নদে বিসর্জন দেওয়া হয়। বিজয়া দশমীর দিন গত বৃহস্পতিবার বিকেলে হিজলতলী এলাকায় বিসর্জনের সময় একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় বেশির ভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ বছরের অঙ্কিতা ও ৯ বছরের তন্ময় নিখোঁজ হয়। গতকাল সকালে ডুবুরি দল অঙ্কিতার লাশ উদ্ধার করে। সারা দিন তন্ময়কে খোঁজাখুঁজি করা হলেও পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় লোকজন বরিয়াবহ-রসুলপুর...