সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়মবহির্ভূতভাবে গোহালা নদীর আড়াই কিলোমিটার অংশ ইজারা দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সংবাদ প্রকাশ করে জাগো নিউজ। সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা প্রশাসনের নির্দেশে মাইকিং করে এটি বাতিলের ঘোষণা দেয় সংশ্লিষ্ট মসজিদ কমিটি। শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এ মাইকিং করা হয়। এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া বাজার জামে মসজিদ কমিটি মসজিদের উন্নয়নের জন্য বাজারের পাশে থাকা গোহালা নদীর আড়াই কিলোমিটার অংশ উন্মুক্ত দরে ইজারা দেয়। ইজারার ডাক শুরু হয়েছিল ৩৫ হাজার টাকা থেকে। সর্বোচ্চ ১ লাখ ৬২ হাজার টাকা দর দিয়ে ইজারা পান উধুনিয়া গ্রামের ইউসুফ আলী মোল্লা। শর্ত ছিল, ইজারাদারকে টাকা পরিশোধ না করে কেউ নদীর পানি ব্যবহার বা মাছ শিকার করতে পারবে না। এই শর্তের কারণে স্থানীয় শতাধিক জেলে...