কাজের ক্লান্তি দূর করতে চাই ছুটি। ছুটি কাটিয়ে ফিরতে হয় কর্মব্যস্ত জীবনে। এ সময় কাজে মনোনিবেশ করা অনেকের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কাজে ফিরতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আলস্য। তাই ছুটি শেষে আলস্য দূর করে কাজে কীভাবে ফিরবেন তার জন্য রইল কিছু পরামর্শ। যে কোনো ছুটির পর ক্লান্তি আর আলস্য দূর করতে কাজে দেবে। ১. দিন শুরু করুন পছন্দের কাজ দিয়েনিজেকে প্রানবন্ত রাখতে দিনটি শুরু করুন নিজের পছন্দের কাজ দিয়ে । নিজের ভালো লাগা থেকেই চিন্তা করতে পারেন কীভাবে দিনের শুরুটা রঙিন করা যায়। সকালে ঘুম থেকে উঠে মোবাইল না ঘেঁটে, পছন্দের কিছু কাজ করে ফেলুন। ঘর গোছাতে পারেন, গাছের পরিচর্যা করতে পারেন। এতে দিনের শুরু থেকেই মন থাকবে ফুরফুরে। ২. প্রথম দিনেই চাপ না নিয়ে ধীরে শুরু...