বিশ্বখ্যাত লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড বুলগারি এবার প্রথমবারের মতো আয়োজন করল ভারতীয় প্রদর্শনী। মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে হয় এই প্রদর্শনী। আন্তর্জাতিক মানের এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া, যিনি যেন মুহূর্তেই আলো কাড়লেন। শুধু তিনি নন, রেড কার্পেটে পা রাখতেই নজর কাড়লেন আরও বহু বলি-ডিভা। তাদের ঝলমলে সাজ আর বুলগারির দৃষ্টিনন্দন গয়নায় মুগ্ধ হয়েছেন ফ্যাশনপ্রেমীরা। ছবি: তারকাদের ইনস্টাগ্রাম থেকে বরাবরের মতো গ্ল্যামারের প্রতীক প্রিয়াঙ্কা হাজির হয়েছিলেন সাদা শিয়ার ফ্যাব্রিকের ফিটেড গাউনে। দীর্ঘ ট্রেন তার উপস্থিতিকে দিয়েছে রাজকীয় ঔজ্জ্বল্য। সঙ্গে মানানসই হাই-জুয়েলারি পুরো লুককে করেছে আরও মোহনীয়। নীতা আম্বানি ও ইশা আম্বানির সঙ্গে ফ্রেম ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। ব্ল্যাক ওয়েস্ট কোট ও স্কার্টে নজর কেড়েছেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। তার লুকটি সম্পূর্ণ হয়ে সোনালি ফ্লোরাল দুল আর একটি...