০৪ অক্টোবর ২০২৫, ০২:৩০ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০২:৩০ পিএম পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর ওপর দাঁড়িয়ে আছে শতবর্ষি হার্ডিঞ্জ ব্রিজ। উপজেলার পাকশীর এই ব্রিজ এখন বয়সের ভারে ন্যুব্জ। ১১০ বছর ধরে সেবা দিয়ে গতিশীল রেখেছে উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন-জীবিকা। এবার বিদায়ের পালা, মেরামতে অযোগ্য হতে থাকায় ভেঙে ফেলা হবে সেতুটি। ট্রেন চলাচল অব্যাহত রাখতে নির্মাণ করা হবে নতুন ব্রিজ। ইতোমধ্যে এমন পরিকল্পনা গ্রহণ করেছে রেলপথ বিভাগ। ট্রেন চলাচলে শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজের ওপর এখন আর আগের মতো ভরসা করা যায় না। ক্রমেই বাড়ছে ঝুঁকি। তাই এ সেতুর পাশেই নতুন রেলসেতু নির্মাণের প্রক্রিয়া চলছে। রেলওয়ে সূত্র জানায়, নতুন সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের খসড়া প্রতিবেদন রেলওয়ে কর্তৃপক্ষের হাতে এসেছে। এতে বলা হয়েছে, পুরোনো ব্রিজের ৩০০ মিটার উত্তরে নতুন সেতু নির্মাণের...