ইসরায়েলের সঙ্গে যোগসূত্র এবং সশস্ত্র হামলার অভিযোগে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে দণ্ডপ্রাপ্তদের ফাঁসি দেওয়া হয়। দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান-এর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তবে দণ্ডিতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। রয়টার্স জানায়, দণ্ডিত সাতজনের মধ্যে ছয়জন জাতিগত আরব বিচ্ছিন্নতাবাদী। তাদের বিরুদ্ধে খুজেস্তানের খোররামশাহরে সশস্ত্র ও বোমা হামলার অভিযোগ ছিল, যেখানে চার নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন। সপ্তম ব্যক্তি সামান মোহাম্মদী খিয়ারেহ, একজন কুর্দি। তিনি ২০০৯ সালে সানন্দজ শহরে সরকারপন্থী সুন্নি ধর্মীয় নেতা মামুস্তা শেখ আল-ইসলামকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। মানবাধিকার সংস্থাগুলো খিয়ারের মামলাকে বিতর্কিত বলছে। তাদের দাবি, হত্যাকাণ্ডের সময় তার বয়স ছিল মাত্র ১৫ বা ১৬ বছর। ১৯ বছর বয়সে গ্রেপ্তার হওয়ার পর এক দশকেরও বেশি সময় আটক রাখা হয়...