প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ গোষ্ঠীর সমর্থকদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানান। আজ শনিবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, নির্বাচন ঘিরে যারা বিভ্রান্তি তৈরি করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে। তিনি বলেন, অনেক ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্য দিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। রিজভী বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা...