বাঁকখালী নদীপাড়ে পুনঃদখল, দখল সরাতে একদিনের নির্দেশনা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। কক্সবাজার:শহরের বাঁকখালী নদীর তীরবর্তী উচ্ছেদকৃত দখলমুক্ত জায়গায় পুনঃদখল শুরু করেছে দখলদাররা। এই পুনর্নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুনঃদখলমুক্ত করতে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। এ সময় সেখানে অবৈধভাবে পুনর্মর্মিত অর্ধশতাধিক স্থাপনার মালিকদের একদিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আর নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসনের সংশ্লিষ্টরা।শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় কক্সবাজার শহরের কস্তুরাঘাটসংলগ্ন বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়েছে।অভিযান শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কক্সবাজারের বন্দর কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াকি বলেন, গত ১ থেকে ৫ সেপ্টেম্বর বাঁকখালী নদীর কস্তুরাঘাটসহ আশপাশের এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়।...