একুশ বছর পেরিয়ে বাইশে বছরে পা রাখল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এ উপলক্ষে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করেছে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)। অনুষ্ঠানে ক্রেতা সাধারণ, দোকান মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে ২১ বছরে অর্জিত সাফল্য উদযাপন করছে বসুন্ধরা সিটি। বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা আগত অতিথিদের নিয়ে শনিবার (০৪ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে ফিতা কেটে জমকালো অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে বর্ষপূর্তির আয়োজন শুরু হয়। বসুন্ধরা সিটি শপিং মলের ২১ বছর পূর্তিতে সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ এহসান রেজা বলেন, ২১ বছর অনেক লম্বা সময়। এই দীর্ঘ স্বপ্নযাত্রার ২১ বছর আজ পূর্ণ হলো। আমরা...