ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান স্থগিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। এই সিদ্ধান্ত এলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের আহ্বানের পর, যা শান্তি প্রক্রিয়ায় একটি তাৎক্ষণিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম কান (Kan) জানিয়েছে, গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই নির্দেশ জারি করেন। নেতানিয়াহুর নির্দেশ কার্যকর করে আইডিএফ গাজায় সামরিক অভিযান থামিয়ে দিয়েছে। তবে ইসরায়েলের আরেক বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিও আরও সতর্কতার সঙ্গে জানিয়েছে যে, আইডিএফ অভিযান পুরোপুরি থামায়নি, বরং সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে’। এর মানে হলো, হামলা, বোমা ও গোলাবর্ষণ বন্ধ করা হয়েছে, কিন্তু অবস্থান ও টহল অব্যাহত রাখা হয়েছে। এই যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হয় গত সপ্তাহে প্রেসিডেন্ট...