সপ্তাহের সাত দিনের মধ্যে মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ দিন হলো শুক্রবার বা জুমা। ইসলামী শরিয়তে এ দিনটি বিশেষ ফজিলত ও বরকতের দিন হিসেবে ঘোষিত। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজেই এ দিনকে ‘সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন’ হিসেবে বর্ণনা করেছেন। ইসলামের ইতিহাসে জুমার নামাজের সূচনা হয়েছিল প্রথম হিজরি সনে। মক্কা থেকে হিজরত করে মদিনার কুবা এলাকায় অবস্থানকালে প্রিয় নবী (সা.) জুমার দিন মদিনার পথে বনি সালেম গোত্রের উপত্যকায় পৌঁছলে জোহরের সময় হয়ে যায়। সেখানেই তিনি প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করেন। ইতিহাসে এটিই ইসলামের প্রথম জুমার জামাত হিসেবে উল্লেখ রয়েছে। বিখ্যাত ইতিহাসবিদ ইবনে হিশাম ও বোখারির বর্ণনা অনুযায়ী, সে জামাতে উপস্থিত মুসল্লিদের সংখ্যা ছিল প্রায় একশ জন। তবে কিছু বর্ণনায় বলা হয়, মুসল্লি সংখ্যা ছিল চল্লিশ। এর আগে নবুয়তের...