পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিকে দেওয়া হচ্ছে ‘শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল’। সাম্প্রতিক এশিয়া কাপ ফাইনালে ট্রফি হস্তান্তর বিতর্কে তার ‘নীতিনিষ্ঠ ও সাহসী অবস্থান’-এর স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিচ্ছে আয়োজকরা। পাকিস্তানের দৈনিক দ্য নেশন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল এই ঘোষণা দিয়েছেন। তার ভাষায়, ‘ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়াগত উত্তেজনার মুহূর্তে মহসিন নকভির পদক্ষেপ জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করেছে। ’ এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি প্রদান অনুষ্ঠানেই ঘটে বিতর্কের সূত্রপাত। ভারতীয় খেলোয়াড়রা নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানালে সেটি রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হয়। পরে নাকভি ট্রফি নিজের কাছেই রেখে দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ভারতীয় দল চাইলে এএসিসির প্রধান...