ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশংসা জানান।মোদি লিখেছেন, “গাজায় শান্তি ফেরানোর প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে আমরা স্বাগত জানাচ্ছি। বন্দিমুক্তির ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”তিনি আরও বলেন, “স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি অর্জনের লক্ষ্যে যেকোনো প্রচেষ্টায় ভারতের দৃঢ় সমর্থন রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”প্রসঙ্গত, গাজায় শান্তি ফেরাতে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। ইসরায়েল সেই প্রস্তাবে রাজি হলেও হামাস প্রথম থেকে নীরব ছিল। এতে ট্রাম্প ক্ষুব্ধ হন এবং হামাসকে সময় বেঁধে দেন। রোববারের মধ্যে ওই প্রস্তাবে রাজি না হলে হামাসকে ‘নরক যন্ত্রণা’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন। এর পরেই হামাসের তরফে একটি বিবৃতি দিয়ে...