প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞার শুরুর রাতেই ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় ইলিশ মাছের মেলা বসেছে। কিছুটা কম দামে মাছ কিনতে মেলায় ঢল নামে ক্রেতার। শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার ভোর পর্যন্ত ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ফ্লাইওভারের ইলিশ মাছের এই বেচা-কেনা চলেছে। এতে ৮০ টনের বেশি ইলিশ বিক্রি হয়েছে বলে ধারণা করছেন ভাঙার মাছ ব্যবসায়ী উসমান মাতব্বর ও মজা মাতব্বর। শনিবার সকালে তারা বলেন, জেলে-খুচরা বিক্রেতাসহ অস্থায়ীভাবে এই মেলা বসায় কী পরিমাণ ইলিশ বিক্রি হয়েছে তা সঠিকভাবে বলা সম্ভব না। তবে অন্তত ৮০ টনের মত মাছ বিক্রি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া দাম কম থাকায় ছোট সাইজের মাছের চাহিদাই বেশি ছিল বলে জানান তারা। শুক্রবার রাতে কথা হয় এই মেলায় মাছ কিনতে আসা আব্দুল মান্নান, দিলীপ দাস, রহমান...