আখাউড়া স্থলবন্দরের সি.এন্ড.এফ কমিটির সহ-সভাপতি মো. নেছার উদ্দিন ভুঁইয়া বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক গত সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত ৫ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার (৪ অক্টোবর) সকালে মাছ রফতানির মধ্য দিয়ে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, শারদীয় দূর্গাপূজায় আমদানি-রফতানি বন্ধ থাকার পর শনিবার সকালে মাছ রফতানির বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। শনিবার দুপুরে দুটি বিলে ৮ টি বাংলাদেশি ট্রাকে করে ৩৬ হাজার ৬ শত ৫৪ কেজি মাছ ভারতের আগরতলায় রফতানি করা...