যারা চাঁদ ভালোবাসেন তাদের জন্য বড় সুখবর হলো চলতি মাসের ৭ অক্টোবর দেখা যাবে বছরের প্রথম পূর্ণিমা যাকে সুপারমুনও বলা হয়। এ সময় চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে। যার ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে বড় এবং উজ্জ্বল দেখায়। শনিবার ৪ অক্টোবর জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) অনুসারে, বছরের প্রথম সুপারমুন ৭ অক্টোবর বাংলাদেশ, পাকিস্তানসহ সারা বিশ্বে দৃশ্যমান হবে। সুপারকো কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবরের সুপারমুন গড় পূর্ণিমার চাঁদের চেয়ে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে। সেই রাতে, চাঁদ পৃথিবী থেকে প্রায় ২ লাখ ২৪ হাজার ৫৯৯ মাইল (৩ লাখ ৬১ হাজার ৪শ কিলোমিটার) দূরে থাকবে। এটি ১১ মাসের মধ্যে প্রথম সুপারমুন হবে, শেষটি ২০২৪...