ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল কোচ আর্নে স্লট নিশ্চিত করেছেন, দলটির ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার চোটে পড়েছেন। এজন্য তাকে বেশ কয়েক সপ্তাহ বাইরে থাকতে হবে। তবে ঠিক কতদিন বাইরে থাকতে হতে পারে তা নিশ্চিত করতে পারেননি কোচ। চ্যাম্পিয়ন্স লিগে তুরস্কের দল গ্যালাতাসারের বিপক্ষে কিপিং করতে গিয়ে ভিক্টর ওসিমেনের সাথে সংঘর্ষে চোটে পড়েন বেকার। গ্যালাতাসারের বিপক্ষে ৫৬ মিনিটের সময় উঠিয়ে নেয়া হয় তাকে। ওই ম্যাচে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। শনিবারে চেলসির বিপক্ষের ম্যাচে তাকে পাবে না অলরেডরা। তার পরিবর্তে জর্জিয়ার গোলরক্ষক জর্জি মামারদাশভিলি দায়িত্ব সামলাবেন লিভারপুলের। বেকারের চোট নিয়ে সংবাদ সম্মেলনে আর্নে স্লট বলেছেন, ‘চেলসি ম্যাচের জন্য অ্যালিসন বেকার থাকবেন না আমাদের সাথে এবং তিনি ব্রাজিলের আন্তর্জাতিক ম্যাচের জন্য দলের সাথে যোগ দেবেন ন। হুগো দলের সাথে আজ অনুশীলন করবে, দেখা...