জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক শিশুদের জন্য পর্নোগ্রাফি ও যৌন কনটেন্ট দেখার পরামর্শ দিচ্ছে বলে উঠে এসেছে মানবাধিকার সংগঠনের নতুন এক প্রতিবেদনে। মানবাধিকার সংগঠন ‘গ্লোবাল উইটনেস’-এর প্রতিবেদনে উঠে এসেছে, টিকটকের অ্যালগরিদম শিশুদের অ্যাকাউন্টে পর্নোগ্রাফি ও যৌন কনটেন্ট দেখানোর সাজেশন দেয়। এ গবেষণার জন্য ভুয়া শিশু অ্যাকাউন্ট তৈরি করে গবেষকরা নিরাপত্তা সেটিংস সক্রিয় করেও উগ্র যৌন কনটেন্টের সাজেশন পেয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। গবেষকরা বলেছেন, সেইফটি সেটিংস চালু থাকার পরও ভুয়া শিশু অ্যাকাউন্ট থেকে টিকটকে সার্চ করলে অ্যাপটি এমন কিছু শব্দ সাজেস্ট করেছে, যা শেষ পর্যন্ত স্পষ্ট যৌন ভিডিও ও ছবির দিকে নিয়ে গিয়েছে তাদের। এদিকে, টিকটক বলেছে, নিরাপদ ও বয়স উপযোগী অভিজ্ঞতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার পাশাপাশি এ সমস্যা সম্পর্কে জানার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে তারা। এ বছরের জুলাইয়ের শেষ ও...